শুক্রবার সকালে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসছে

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে খেলতে শুক্রবার সকালেই ভারত ক্রিকেট দল ঢাকায় পৌঁছাবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টা নিশ্চিত করেছেন। টাইগারদের বিপক্ষে ভারতকে নেতৃত্ব দেবেন ব্যাটসম্যান সুরেশ রায়না। রাবিদ ইমাম বলেন,‘শুক্রবার সকাল ৯টায় ভারত ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছাবেন। তিন চারজন ক্রিকেটার ছাড়া বাকি সবাই সকালে আসছেন, বাকিরা পরে আসবেন।’

স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে রাখা হয়নি নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিসহ আর ৫ সদস্যকে। বাংলাদেশ সফরে আরও যাদের দেখা মিলবে না তারা হচ্ছেন হচ্ছেন- রোহিত শর্মা, শিখর ধাওয়ান, রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং সামি আহমেদ। নিয়মিত তারকাদের অনুপস্থিতিতে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিক ব্যাটিং নৈপূণ্য দেখানো ওপেনার রবিন উথাপ্পা। এছাড়াও অধিনায়ক এমএস ধোনির অনুপস্থিতিতে দলের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন ঋদ্ধিমান সাহা।

বাংলাদেশ সফরে ভারতীয় দল: সুরেশ রায়না(অধিনায়ক), রবিন উথাপ্পা, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, আম্বাতি রায়ডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা(উইকেটরক্ষক), পারভেজ রসুল, অক্ষর প্যাটেল, বিনয় কুমার, উমেশ যাদব, স্টুয়ার্ট বিন্নি, মোহিত শর্মা ও অমিত মিশ্র।



মন্তব্য চালু নেই