শুক্রবার মাঠে নামার আগে কিউই মিডিয়াকে যা বললেন মাশরাফি

শুক্রবার মাঠে নামার আগে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কিউই মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘আগের ম্যাচগুলোয় যে ভুলগুলো হয়েছে সেসব থেকে শিক্ষা নিয়ে জেতা সম্ভব। বাংলাদেশ দলের সেই সামর্থ্য আছে।’

প্যাকটিসের ফাঁকে বাংলাদেশ দলের পক্ষে বৃহস্পতিবার দেশটির মিডিয়ার সঙ্গে কথা বলেন তিনি।

কিউই বোলার ট্রেন্ট বোল্ট এদিন দলের পক্ষে মিডিয়ার সঙ্গে কথা বলেন। বোল্টেরও এটি হোমগ্রাউন্ড। বোল্ট নিজেদের ভালো অবস্থানে থাকার উল্লেখের পাশাপাশি বলেন, ‘বাংলাদেশ দলেও বেশিকিছু ভালো খেলোয়াড় আছে। তাদের পরাস্ত করেই আমাদের জিততে হবে।’

বাংলাদেশ-নিউজিল্যান্ড দলের পক্ষে এসব বলাবলির জবাব আসবে শুক্রবার। বাংলাদেশ সময় সকাল ৮টায় (স্থানীয় সময় বিকেল ৩টায়) মাউন্ট মাঙ্গানুইর বে ওভাল ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরুর পর জবাবটি তৈরি হবে। একটি জয়ের অপেক্ষায় বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট পাগল মানুষ।



মন্তব্য চালু নেই