শুক্রবার দেশে ফিরছেন কাজী জাফর

উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে শুক্রবার দেশে ফিরছেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ।

বৃহস্পতিবার দলটির চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন।

উল্লেখ্য, গত ৩১ মে অসুস্থ অবস্থায় তাকে চিকিৎসার জন্য অষ্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত ওয়েস্টমিড হাসপাতালে ভর্তি করা হয়।



মন্তব্য চালু নেই