‘শীতে জমে যাওয়া এই নারীকে’ নিয়ে তুলকালাম

রাতভর তুষারপাত হয়েছিল। পার্ক করা গাড়িটিও তুষার আবৃত। আর সেই গাড়ির ভেতরে বসে আছেন সিট বেল্ট লাগানো অক্সিজেন মাস্ক পরা এক বয়োবৃদ্ধ নারী।

এমন বাস্তবতায় নিশ্চয়ই কেউ নিজেকে স্থির রাখতে পারবে না। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। এনিয়ে ঘটে গেল তুলকালাম কাণ্ড।

পুলিশ বিভাগে ফোন গেল, হাডসন শহরে পার্ক করা একটি গাড়িতে ‘শীতে মরে জমে গেছেন এক নারী’।

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির নিউ ইয়র্ক পুলিশ। তাৎক্ষণিক গাড়ি ভেঙ্গে ওই নারীকে উদ্ধার করা হলো।

কিন্তু ততক্ষণে পুরো ঘটনা বুঝতে পেরে বিস্মিত পুলিশ। এমন কাণ্ড কেউ ঘটাতে পারে।

মূলত যাত্রীর আসনে অক্সিজেন মাস্ক পরিয়ে নারীসাজে বসিয়ে রাখা হয়েছিল একটি পুতুল। তবে পোশাক, চশমা, শরীরের চামড়া, মুখে কালো দাগ, দাঁত ও জুতো দেখে সেটা একটু দূর থেকেও বুঝা সম্ভব ছিল না।

ওই পুতুলের মালিক জানিয়েছে, চিকিৎসা প্রশিক্ষণে সহযোগিতা দিতে এটি ব্যবহার করতেন তিনি।

পরে ওই মালিককে সনাক্ত করে পুলিশ। আর সে নিজেই পুলিশকে খবরটি দিয়েছিল।

এ ঘটনায় বেজায় চটেছে পুলিশ। এছাড়া শহর কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে, ‘কেউ এমন করে গাড়িতে পুতুল সাজিয়ে রাখলে, তার গাড়ির জানালা ভেঙ্গে দেয়া হবে।’



মন্তব্য চালু নেই