শিয়াদের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের নিন্দা

পুরান ঢাকায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্ততিকালে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট।

শনিবার বেলা ১১টায় বার্নিকাট ঢাকাস্থ দূতাবাসের ফেসবুক পেজে (U.S. Embassy-Dhaka) এক বার্তায় শিয়াদের ওপর বোমা হামলাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছেন। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে বোমা হামলায় হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে জটিল আখ্যায়িত করে তিনি বলেছেন, তার দেশ বাংলাদেশের বর্তমান সরকার ও জনগণের পাশে থাকবে।



মন্তব্য চালু নেই