“শিশু শ্রম”
“শিশু শ্রম”
-আবু রায়হান মিকাঈল
লেখাপড়া বাদ দিয়ে শিশুরা করছে কত কষ্ট,
অকালে তাদের সুন্দর জীবন হচ্ছে ক্রমে নষ্ট।
অভাবের কারণে শিশুরা কত কষ্ট করে,
দু’মুঠো ভাতের জন্য তারা ফুটপথেতে ঘোরে।
যাদের হওয়া উচিত ছিল স্কুল প্রেমিক,
তা না হয়ে হচ্ছে তারা কলকারখানার শ্রমিক।
ফুলের মতো ছোট্ট শিশু করছে কত কাজ,
তার ছোট্ট কচি হাতে মানাই কি এই সাজ!!
শিশুশ্রম বন্ধ করতে সঠিক উদ্যোগ চাই,
শিক্ষার জন্য সকল শিশুকে মোরা স্কুলে পাঠাই।
মন্তব্য চালু নেই