শিশু জলহস্তীকে ব্যবহার করে হৃদয়বিদারক যুদ্ধ !
এই প্রতিবেদনে যে ইমেজটি দেয়া হয়েছে, একটি হৃদয় স্পর্শকাতর মুহূর্ত যেখানে দুইটি প্রাপ্তবয়স্ক জলহস্তী তাদের যুদ্ধের মাঝে একটি শিশু জলহস্তীকে টস এর জন্য ব্যবহার করছে। দুইটি প্রাপ্তবয়স্ক জলহস্তী শিশু জলহস্তীকে বায়ুর মধ্যে নিহিত করছিল। তাদের যুদ্ধের মাঝে এই শিশু জলহস্তীটি প্রাণ হারায়।
সাউথ আফ্রিকার পূর্বদিকে সিমাঙ্গালিসো ওয়েটল্যান্ড পার্কে এ ঘটনা ঘটে। শিশু জলহস্তীর মা সেখানে নদীর পাশে দাঁড়িয়ে দৃশ্যটি দেখতে পায়। শিশু জলহস্তীর বয়স মাত্র ৫ দিন ছিল। দুইটি প্রাপ্তবয়স্ক জলহস্তীর যুদ্ধের মাঝ দিয়ে যাবার সমর জলহস্তীগুলো তাকে মুখে তুলে নিয়ে নদীতে নিয়ে যায়।
প্রাপ্তবয়স্ক জলহস্তীগুলো পুরুষ জলহস্তী ছিল। তারা কিছু সময় ধরে যুদ্ধ করছিল। মা জলহস্তী তার শিশুদের নিয়ে নিরাপদ স্থানে থাকার চেষ্টা করছিল। তারা অনেক দূরে অবস্থান করছিল। মা জলহস্তী এর চিন্তা সত্যি হয়ে গেল, যখন ঐ দুই জলহস্তীর মধ্যে একটি তার শিশুকে মুখে তুলে পানিতে নিয়ে গেল।
পার্কে ৩০ বছর বয়সী স্টাচে ফারেল নামের একজন ট্যুর অপারেটর জানান, তার এই দৃশ্য দেখে মনে হয়েছে শিশু জলহস্তীটি একটি ভয়ানক মৃত্যুকূপে পতিত হয়েছে।
সে বলেছেন, “আমি ঘণ্টাব্যাপী সকল শিশু জলহস্তী, উপ-প্রাপ্তবয়স্ক জলহস্তী ও প্রাপ্তবয়স্ক জলহস্তীদের ঐ যায়গা থেকে সরানোর জন্য চেষ্টা করেছি। আমি জানি, যুদ্ধ করতে থাকা ঐ প্রাপ্তবয়স্ক জলহস্তীগুলো সেই মুহূর্তে অনেক খারাপ ব্যবহার করেন”।
কিন্তু, মুহূর্তের মধ্যে যুদ্ধ করতে থাকা ঐ প্রাপ্তবয়স্ক জলহস্তীগুলো শিশু জলহস্তীকে তুলে নিয়ে যায়। সে এর জন্য অনেক দুঃখ প্রকাশ করেন।
আসলে কেন এমন হয়, এর সঠিক কোন কারন আমাদের জানা নেই। সম্ভবত ঈর্ষা থেকে এসকল সমস্যা হতে পারে। যার ফলে সর্বস্বান্ত হবার প্রক্রিয়া সৃষ্টি হয়। তখন হত্যার মত করুন ঘটনা ঘটে।
মা তার শিশুকে ফিরে পাবার জন্য অনেক চেষ্টা করেছিল। কিন্তু, প্রাপ্ত-বয়স্ক ঐ সকল জলহস্তীর সাথে মা জলহস্তী জয়ী হতে পারে নি। মা জলহস্তীর সামনে শিশুটিকে মেরে ফেলা হয়।
মা জলহস্তী তার শিশুকে বাঁচানোর জন্য নদীতে নেমে পুরুষ জলহস্তীর ঘাড়ে কামড় দেয়, যাতে তার শিশুটিকে জলহস্তী ছেড়ে দেয়। কিন্তু, জলহস্তীটি শিশুকে না ছেড়ে দিয়ে উপর দিকে ছুড়ে মারে। তখন শিশুটিকে নিয়ে অনেক্ষন খেলা করে। তারপর মাত্র কয়েক ঘণ্টা পর শিশু জলহস্তীটি মারা যায়।
সূত্র: ডেইলি মেইল।
মন্তব্য চালু নেই