শিশু গৃহপরিচারিকাকে নির্যাতন, স্বামী-স্ত্রী আটক

রাজধানীর রামপুরা এলাকায় ঝিনুক (১৪) নামের এক গৃহ পরিচারিকার চুল কেটে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে।
নির্যাতনের সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে থানায় খবর দিলে পুলিশ বাসার গৃহকর্তা শাকিল আজাদ মনন ও তার স্ত্রী কহিনুর আক্তার মলিকে আটক করে থানায় নিয়ে গেছে।
শনিবার রাতে পূর্ব রামপুরা এলাকার জাকির রোডের ৩০৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, ঝিনুক রোববার গ্রামের বাড়ি যেতে চাইলে গৃহকর্তা তার মুখ চেপে ধরেন এবং খুন্তি দিয়ে মারধর করেন। পরে স্বামী-স্ত্রী মিলে মাথার চুল কেটে দিয়ে ন্যাড়া করে দেন। এসময় ঝিনুকের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
প্রতিবেশীদের অভিযোগ, ঝিনুককে প্রায়ই মারধর ও নানাভাবে নির্যাতন করা হতো। সে ওই বাসায় প্রায় নয় মাস ধরে কাজ করছে।
ঝিনুকের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলার বিলপঁচাশি গ্রামে। তার বাবার নাম মোসলেম উদ্দিন।
রামপুরা থানার ওসি (তদন্ত) আলমগীর ভুঁইয়া জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই