শিশুকে বাঁচাতে মা জলহস্তীর কাণ্ড! (ছবিসহ)

একটি মা জলহস্তী যখন কুমিরের শিকার করছিলেন, তখন কিছু অপূর্ব-সুন্দর ইমেজ তুলা হয়েছে। কুমির তার নিজের কাজই করছিল, কিন্তু হটাত করেই জলহস্তীর তোপের শিকার হয়। জলহস্তীটি তার মুখের ভেতর কুমিরের শরীরের অংশ কামড় দিয়ে ধরে রেখেছে। জলহস্তীটির বাচ্চা এই দৃশ্য প্রায় ১০০ মিটার দূর থেকে দেখছিল।

দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্ক এ যখন এই তীব্র লড়াই এর প্যানিক ছড়িয়ে পড়ছিল তখন অপেশাদার ফটোগ্রাফার ক্যান Haley এই ইমেজগুলো ক্যাপচার করেন।

ha22

তিনি বলেন, “আমার প্রথম রি-অ্যাকশন ছিল যে, জলহস্তী কতটা দ্রুত ও জীদের সাথে কুমিরের নিকটে আসে। জলহস্তীটি মনে হয়, মনে করেছিল তার বাচ্চাটি হয়ত কুমিরের আক্রমণের শিকার হতে পারে। তাই, তার শিশুকে বাঁচানোর চিন্তায় সে এমন করেছে”।

ha3344

তিনি আরও বলেছেন, “জলহস্তীটি তার মুখে কিছু সময় কুমিরকে আটকিয়ে রাখে তারপরে কুমিরটি নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। কুমিরটি পানির ভেতরে পলায়ন করে, এরপরে আমি আর কুমিরকে দেখতে পাই নি। কুমিরটি ডাঙায় নিজের সুবিধামত শুয়ে ছিল। কিন্তু, হটাত করেই জলহস্তীটি পানির ভেতর থেকে হিংসাত্মকভাবে উঠে এসে কুমিরের উপর আক্রমণ করে”।

সূত্র: ডেইলি মেইল।



মন্তব্য চালু নেই