শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

চলন্ত ট্রেনের নিচে পড়তে যাচ্ছে এক শিশু। এমন সময় তাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রাজধানীর বনানী রেলক্রসিংয়ে সুমন মিয়া (৪০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় ওই শিশুর দুই পা কাটা পড়েছে।

পোশাক শ্রমিক সুমন মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। তিনি বনানী কড়াইল বস্তিতে থাকতেন এবং স্থানীয় ম্যাডোনা ফ্যাশনে চাকরি করতেন।

সুমন মিয়ার সহকর্মী হারুন মিয়া জানান, এক শিশু ট্রেন লাইনে দাঁড়িয়ে ছিল। এমন সময় ট্রেন আসতে দেখে সুমন মিয়া দৌড়ে শিশুটিকে উদ্ধারের জন্য যান। এতে ট্রেনে কাটা পড়ে সুমন গুরুতর আহত হন। শিশুটির দুই পায়ের গোড়ালিও কাটা পড়েছে।

হারুন জানান, গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৫টায় কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই