শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ হয়।
এ সময় যাত্রীসহ ও শতাধিক যান নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছে ৯টি ফেরি।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, পদ্মা অববাহিকায় ঘন কুয়াশা নেমে আসে। এতে নৌপথ কুয়াশার চাদরে ঢাকা পড়ে। বয়া ও বাতি না দেখায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।
মন্তব্য চালু নেই