শিবিরের কাছে পুলিশের পোশাক, আটক ৬
রাজধানীর রামপুরা এলাকার ৬৭/৩ পূর্ব উলন রোডের একটি মেসে অভিযান চালিয়ে পুলিশের পোশাক, গোলাবারুদসহ ছয় শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
২১ ডিসেম্বর দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হওয়া ব্যক্তিরা হলেন শফিক, রনি, আবদুল কাদের, জাবির, আতাউর ও রুম্মন হোসেইন। তাদের বয়স ত্রিশ বছরের মতো।
রফিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিহাদি প্রচারণায় অংশ নিয়েছিল তারা।’
তাদের কাছ থেকে ৬টি ককটেল, দেড় কেজি গান পাউডার, বোমা তৈরির বিভিন্ন উপাদান এবং পুলিশের পোশাক উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
জানা যায়, পুলিশের পোশাক ব্যবহার করে ওই ছয়জন বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ ঘটিয়ে আসছিল। গ্রেপ্তার সবাই শিবিরের সঙ্গে জড়িত। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা হয়েছে।
মন্তব্য চালু নেই