শিবসেনার হুমকিতে পাকিস্তানে ফিরছেন আকরাম-আখতার

শিবসেনার হুমকির পরিপেক্ষিতে আম্পায়ার আলিম দারকে সরিয়ে দিয়েছে আইসিসি। এবার পাকিস্তানে ফিরে যাচ্ছেন ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার।

চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ধারাভাষ্য দিচ্ছিলেন এই দুই সাবেক পাক ক্রিকেটার। সাবেক পাকিস্তান ‍অধিনায়ক আকরামের এজেন্ট আরসালান হাইদার নিশ্চিত করেছেন, চেন্নাইয়ে চতুর্থ ওয়ানডের পর ২৩ অক্টোবর ভারত ত্যাগ করবেন সাবেক দুই তারকা।

উল্লেখ্য, নতুন বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহরকে ঘিরে ৪০-৫০ জনের শিবসেনা সমর্থকের বিক্ষোভের পরে চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের আম্পায়ার আলিম দারকে সরিয়ে দিয়েছে আইসিসি। ভারত-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের একদিনের সিরিজেই আম্পায়ারিং করার কথা ছিল আলিম দারের।

কিন্তু শিবসেনার তাণ্ডবের পরে তিন ম্যাচ পরেই আলিমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আলিম দারের পরে এবার দেশে ফিরছেন আকরাম ও শোয়েব।



মন্তব্য চালু নেই