শিগগিরই শ্রমিক নেওয়ার ঘোষণা দেবে মালয়েশিয়া
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নেওয়ার ব্যাপারে শিগগিরই ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি।
বৃহস্পতিবার জাহিদ হামিদি এ কথা জানান। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাহিদ হামিদি বলেন, ‘আমি বিদেশি শ্রমিক ইস্যুতে উদ্বিগ্ন। আমাদের অনেক সমস্যা আছে। কিন্তু বিদেশি শ্রমিক নেওয়াকে কেন্দ্র করে সমস্যা বিভিন্ন খাতে প্রভাব ফেলছে। আমাদের দরজা যেন খোলা থাকে, এজন্য বিদেশি শ্রমিকরা আমাদের সরকারকে আহ্বান জানিয়েছে।’
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বিদেশি শ্রমিক নেওয়া স্থগিত রাখার ঘোষণা দেয় উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি। তিনি বলেন, ‘কত শ্রমিক আমাদের প্রয়োজন সে বিষয়ে সরকার সন্তোষজনক তথ্য না পাওয়া পর্যন্ত বিদেশি কর্মী নেওয়া স্থগিত থাকবে।’
তথ্যসূত্র : দ্য স্টার অনলাইন
মন্তব্য চালু নেই