‘শিগগিরই তেলের দাম সমন্বয় হবে’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে জ্বালানি তেলের মূল্য সমম্বয়ের কাজ শিগগিরই শুরু হবে।

শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তেন বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও আমরা এখন পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট করিনি। আমাদের বিপিসির যথেষ্ট ঋণ আছে। এটা একটা জঞ্জালের মতো হয়ে গিয়েছিল। আশা করছি, সেই ঋণ তারা মোটামুটিভাবে সমাধান করে ফেলছে।

তিনি বলেন, আমরা সামনের মাস থেকে প্রক্রিয়াটা শুরু করব- কীভাবে এটাকে রেশনালাইজ করা যায়। এ বাজেটের ধাক্কা শেষ হওয়ার পর আমরা চেষ্টা করব- কিভাবে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা যায়।

মুহিত বলেন, “আমাদের লাস্ট ডিসিশন ছিল ইন্টারন্যাশনাল প্রাইসের সঙ্গে আমাদের প্রাইসের একটা ডিফারেন্স লেবেল মেইনটেইন করব।”

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৩ সালের জানুয়ারিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল । সে সময় পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি পাঁচ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি সাত টাকা করে বাড়ানো হয়।

এর পর বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেশ কমে গেলেও জ্বালানি তেলে দেওয়া বিশাল ভর্তুকির লোকসান পুষিয়ে নিতে এতোদিন দাম কমায়নি সরকার। গত ছয় মাস ধরে লাভের পথে রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।



মন্তব্য চালু নেই