শিক্ষিকাকে ধর্ষণ : মেহেরপুরের সেই শিক্ষক কারাগারে
সহকর্মীকে ধর্ষণে অভিযুক্ত মেহেরপুরের মুজিবনগর উপজেলার আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম আত্মসমর্পণ করেছেন।
শনিবার কুষ্টিয়ার সিনিয়র অতিরিক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের স্পেশাল আদালতে তিনি আত্মসমর্পণ করেন। পরে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
কুষ্টিয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষিকা গত ১২ মে তার স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সঙ্গে কুষ্টিয়ায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে আসেন। তারা কুষ্টিয়া শহরের আলআমিন হোটেলে পাশাপাশি দুই কক্ষে রাতযাপন করেন। পর দিন সকালে ওই শিক্ষিকার কক্ষে ঢুকে তাকে ধর্ষণ করেন শরিফুল ইসলাম। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে পালিয়ে যান ওই শিক্ষক।
এ ঘটনায় ১৫ মে ওই শিক্ষিকা বাদী হয়ে শরিফুল ইসলামের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় নারী নির্যাতন মামলা করেন। এর পর থেকে শরিফুল ইসলাম পলাতক ছিলেন। শনিবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
মন্তব্য চালু নেই