‘শিক্ষার্থীদের পরীক্ষা নিশ্চিত করবে ছাত্রসংগ্রাম পরিষদ’
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, ১৫ লাখ শিক্ষার্থীর পরীক্ষা নিশ্চিত করবে ছাত্রসংগ্রাম পরিষদ।
তিনি বলেন, এসএসসি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পথচলা নিশ্চিত করবে ছাত্রসংগ্রাম পরিষদের নেতা-কর্মীরা। পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত সীমার মধ্যে থাকবে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই সীমার বাইরে পরীক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব পালনে ছাত্রসংগ্রাম পরিষদের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর, উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি।
রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রলীগ সভাপতি। তিনি বলেন, হরতাল-অবরোধের নামে যেসব সন্ত্রাসী মানুষ মারছে তাদের বিরুদ্ধে আমাদের নেতা-কর্মীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
মন্তব্য চালু নেই