শিক্ষা বিষয়ক সেমিনারে সাইফুর রহমান খান
শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষায় মনোযোগ দিতে হবে
আব্দুর রহমান ॥ ভার্সিটি ভতি ও উচ্চ শিক্ষার জন্য ক্যারিয়ার বেজ মাল্টিমিডিয়া ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় সাইফুর’স সাতক্ষীরা শাখা’র আয়োজনে এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাইফুর’স এর প্রতিষ্ঠাতা ও ঢাকা ভার্সির্টির আইবিএ’র প্রাক্তণ শিক্ষক সাইফুর রহমান খান। এসময় তিনি ভার্সিটি ভর্তি, বিসিএস, ব্যাংকসহ বিভিন্ন চাকুরিতে ইংরেজী শেখার ক্ষেত্রে শিক্ষকদের কলাকৌশল ও সাইফুর’স এর বিভিন্ন বইয়ের ব্যাপারে আলোচনা করেন। তিনি বলেন “ ইংরেজি হলো বর্তমান বিশ্বায়নের যুগে ক্যারিয়ার গঠনের সর্বোত্তম মাধ্যম এবং এটি হলো এমন এক ভাষা যা দিয়ে পৃথিবীর যে কোন জায়গায় যে কোন প্রয়োজনে যোগাযোগ স্থাপন করা যায়। কিন্তু আমাদের সমাজে ইংরেজি ভাষা শিক্ষার নামে যা চলছে তাতে না হচ্ছে ইংরেজি ভাষা শেখা না হচ্ছে উপযুক্ত মানের লোকবল তৈরি। কারণ গ্রামার বা ব্যাকরণের উপর অতিরিক্ত জোর দেওয়ায় শিক্ষার্থীদের কাছে ইংরেজি ভাষা শিক্ষা একটি ভীতিকর বিষয়ে পরিণত হয়েছে। যা থেকে আমাদের আশু মুক্তি দরকার। আর এজন্য প্রয়োজন শব্দ বা বাক্যের অর্থ বুঝে বুঝে ইংরেজির পেছনে শ্রম দেওয়া এবং এতে করেই একজন শিক্ষার্থী ইংরেজি ভাষা ভালোভাবে রপ্ত করতে পারবে। গ্রামারের বিষয়টি ইংরেজি বাক্য বুঝে পড়লে এমনিতেই হয়ে যাবে। মনে রাখতে হবে ইংরেজি নিছক কোন গ্রামারের নাম নয়, এটি একটি ভাষার নাম। সুতরাং শুধু গ্রামারের পেছনে সময় না দিয়ে ছাত্রদের উচিৎ ইংরেজি ভাষা শিক্ষায় যোগাযোগ স্থাপন করায় মনোযোগ দেওয়া। দেশ গড়তে প্রথমে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। আমি বিশ্বাস করি, বাংলাদেশে একমাত্র সাইফুর’স ই হলো ক্যারিয়ারের হাসপাতাল। সেখানে আসলে প্রত্যেকটি শিক্ষার্থী ইংরেজি লেখা ও বলার অভ্যাস গড়ে উঠবে। এখানে প্রত্যেকটি শিক্ষক ‘জেনন মেথড’ পদ্ধতির মাধ্যমে ক্লাস নেন। ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে” সেমিনারে আরো বক্তব্য রাখেন সাইফুর’স সাতক্ষীরা শাখার পরিচালক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক বিধান চন্দ্র দাশ, সাতক্ষীরা একাডেমির পরিচালক আশরাফুল ইসলাম প্রমুখ। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্র-ছাত্রীরা এ সেমিনারে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আহাদুর রহমান জনি, আব্দুর রহমান ও নাঈম।
মন্তব্য চালু নেই