শিক্ষার্থীদেরকেও কি তারা ছাড় দেবে না : শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ওপর যারা হামলা ও নাশকতা করছে তারা মানুষ না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রবিবার দুপুরে রাজধানীতে বাসে আগুনের ঘটনায় দগ্ধ ইডেন কলেজের ছাত্রীদের দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, সকল পরীক্ষা ও ফর্ম পূরণের তারিখ আগে থেকেই নির্ধারিত থাকে। ছয় বছর ধরে একইভাবে এ তারিখগুলো নির্ধারণ হয়ে আসছে।

তিনি বলেন, ‘তারা যেখানে-সেখানে হামলা চালাচ্ছে। শিক্ষার্থীরা তো স্কুল-কলেজে যাবেই। কিন্তু তাই বলে কি তাদেরকেও ছাড় দেবে না। যারা শিক্ষার্থীদের ওপর এ ধরণের হামলা করছে তারা মানুষ না। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলা বন্ধ করতে শিক্ষামন্ত্রী আহ্বান জানান।

নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, ‘যারা এ ধরণের আন্দোলন করছে, তাদের এ আন্দোলন জনগণের কল্যাণে নয়। যদি জনগণের কল্যানেই হতো তাহলে আন্দোলনের নামে মানুষ মারা হতো না।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘নাশকতার ফলে সময়মতো পাঠ্যবই বিতরণ সম্ভব হচ্ছে না। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। এ ধরণের কাজ অব্যাহত থাকলে দেশ ও জাতি ব্যাপক ক্ষতির সম্মুখিন হবে। সহিংসতাকারীদের মধ্যে মানবিক মূল্যবোধ জেগে উঠুক। কারণ তারা পশু ও অমানবিক।

সাংবাদিকদের এক প্রশ্নের নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এগুলো (নাশকতা) বন্ধ করতে আমরা কী করব? যারা করছেন তাদেরই বন্ধ করতে হবে। তারা কি চায়? শুধু মানুষ পুড়ে মারছে। এ ধরণের কাজ বন্ধ করতে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হবে। কাউকে রেহাই দেওয়া হবে না।

এর আগে জাতীয় সংসদ ভবনের খেজুর বাগান এলাকায় বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে রবিবার দুপুরে দগ্ধ হন ইডেন কলেজের দুই ছাত্রী। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ওই দুই ছাত্রী হলেন- যুথি আক্তার (১৯) ও সাথী আক্তার (১৯)। এ সময় জ্বলন্ত বাস থেকে নামতে গিয়ে মাইমুনা আক্তার (১৯) নামে আরও এক ছাত্রী আহত হয়েছেন।

আহতরা জানান, তারা তিনজনই ইডেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তাদের বাসা মিরপুর ১ নম্বর মাজার রোডে। কলেজ থেকে বাসায় ফেরার জন্য তারা মিরপুরগামী ৩৬নং বাসে ওঠেন। এ সময় দুর্বৃত্তরা তাদের বহনকারী বাসটিতে আগুন দেয়।

চিকিৎসক পার্থ শংকর পাল জানান, যুথি আক্তার ও সাথী আক্তারের দু’পা আগুনে ঝলছে গেছে। আর মাইমুনা ডান পায়ে আঘাত পেয়েছেন।



মন্তব্য চালু নেই