শিক্ষামন্ত্রী মায়াকান্না দেখাচ্ছেন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক বলেছেন, ‘পরীক্ষার কথা বলে সরকারের শিক্ষামন্ত্রী মায়াকান্না দেখাচ্ছেন। যে দেশে পরীক্ষার আগেই প্রশ্নপত্র বাজারে কিনতে পাওয়া যায় সে দেশে পরীক্ষার কোনো মূল্য নেই।’

গত রোববার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় স্থানীয় বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা বাংলা প্রেস’র।

তিনি বলেন, ‘পরীক্ষা আবার কিসের? গোটা দেশের মানুষেইতো আজ কঠিন পরীক্ষা দিচ্ছে। সাধারণ মানুষের দেয়া আজকের এ পরীক্ষায় উক্তীর্ণ হওয়াটাই বড় চ্যালেঞ্জ। সকলকেই পরীক্ষায় পাস করতে হবে। তাই এ পরীক্ষার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।’

তিনি বলেন, ‘চলমান আন্দোলন হরতাল-অবরোধে যে পরিমাণ ক্ষতি হয়েছে হাসিনার সরকারের মন্ত্রী আমলাদের দুর্নীতির অর্থের চেয়ে অনেক কম। বর্তমান হাসিনা সরকার বুঝতে পারছে দিনদিন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে পড়েছে হাসিনা ও তার মন্ত্রীরা।’

পেনিসিলভানিয়া বিএনপির সভাপতি শাহ ফরিদের সভাপতিত্বে এবং ফিলাডেলফিয়া বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব মুসফিকুল ফজল আনসারী, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক ছাত্রনেতা আব্দুস সবুর, যুক্তরাষ্ট্র তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ, নিউজার্সি বিএনপির সভাপতি সৈয়দ কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নির্বাহী সদস্য এবাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতিকুল হক আহাদ, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, স্থানীয় বিএনপি নেতা এ আর খান লাভলু, এস এম মিন্টু, জাহেদ চৌধুরী, মাহবুবুর রহমান, আলাউদ্দিন পাটোয়ারি, কাজী মতিউর রহমান, ইফতেখার হোসেন ফরহাদ, জানে আলম ও শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক যৌথভাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশাল আকৃতির ক্যানভাসের মোড়ক উন্মোচন করেন। শেষে অতিথিদেরকে ফিলাডেলফিয়ার ঐতিহ্যবাহী ‘লিবার্টি বেল’ এর প্রতিক সম্বলিত ক্রেস্ট উপহার দেয়া হয়।



মন্তব্য চালু নেই