শিক্ষাখাতে বরাদ্দ কম হয়েছে : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এবারের বাজেটে শিক্ষাখাতে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় বেশি হয়েছে।
তিনি বলেন, সীমিত টাকাকে ভাগ করতে হয় বলে ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগরীর রিকাবিবাজা কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট সদর উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৪৩২ শিশুকে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরো বলেন, আগামীতে প্রত্যেকটি শিশু প্রাথমিক ও মাধ্যমিক সম্পন্ন করতে পারবে। আর এটা সরকারের দায়িত্ব হিসেবে থাকবে।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাড়ি ও মানুষ পোড়ানোর অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তিনি মানুষ হত্যা করেছেন। এ ব্যাপারে তদন্ত হচ্ছে। কোন প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে এটা জানে পুলিশ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট-২ আসনের প্রাক্তন সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিক, নিজাম উদ্দিন প্রমুখ।
মন্তব্য চালু নেই