যশোর-ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায়

শিক্ষকসহ গণপূর্ত বিভাগের ছয় কর্মকর্তা আহত

শনিবার  বিকেলে যশোর-ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় গণপূর্ত বিভাগের জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এ সময় স্কুল শিক্ষকসহ গণপূর্ত বিভাগের ছয় কর্মকর্তা আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দেলোয়ার হোসেন ও সোহেল কোরায়াশির অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হচ্ছে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী দেলোয়ার হোসেন হাওলাদার (৪৫), ঝিনাইদহ গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সোহেল কোরায়াশি (৫২), ওই বিভাগের অফিস সহকারী সাইফুজ্জামান (৪৬), অফিস সহকারী সজিব ও জিপ চালক রবিউল ইসলাম ও যশোর রামনগর সার্ভিশান আর্মি স্কুলের শিক্ষক কাঞ্চন বিশ্বাস (৪৮)।
হাসপাতাল সুত্র জানায় ঝিনাইদহ গণপূর্ত বিভাগের কর্মকর্তারা যশোরের কাজ শেষ করে  ঝিনাইদহ ফিরছিলেন। পথিমধ্যে শানতলা-বিনোদিয়া পার্ক মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে গড়াই পরিবহন  জিপে ধাক্কা দেয়। এতে জিপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।



মন্তব্য চালু নেই