শিক্ষকরা আমাদের নিয়ামক শক্তি : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকরাই হচ্ছেন আমাদের নিয়ামক শক্তি। আমাদের নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকরাই মূল ভূমিকা পালন করেন।

শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার দিনভর সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত ইসলামের কথা বলে সর্বক্ষেত্রে দুর্নীতি করে দেশকে পিছিয়ে দিয়েছে। বর্তমান শেখ হাসিনার সরকার দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থার যুগান্তকারী উন্নয়ন করেছে। বর্তমান বাংলাদেশ আগের চেয়ে অনেক এগিয়ে গেছে।

মন্ত্রী আরো বলেন, বর্তমান বিশ্ব হচ্ছে জ্ঞান-বিজ্ঞানের, অত্যাধুনিক প্রযুক্তির। এজন্য আমাদেরকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে।

মন্ত্রী আছিরগঞ্জ সিনিয়র আলিম মাদরাসায় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে চারতলাবিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন, আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলাবিশিষ্ট দ্বিতল একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও টিআর প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৭টি ল্যাপটপ ও ২৭টি প্রজেক্টর বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পৃথক অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেন আলহাজ্ব তেরাব আলী ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান খান।

অনুষ্ঠান পরিচলনা করেন আজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক শফিউল আলম ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুম মিয়া।

এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আহাদ কলা মিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আব্দুল খালিক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের আহমদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহমদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম প্রমুখ।



মন্তব্য চালু নেই