শিক্ষকদের এত অসন্তোষ কেন?

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘স্বাধীনতাত্তোর বেতন কাঠামোতে সবচেয়ে বেশি বেতন বাড়ানোর পরেও কেন আজ শিক্ষা ক্ষেত্রের সর্বস্তরে (শিক্ষকদের) এত অসন্তোষ কেন?’

তিনি আরো বলেন, ‘আমরা টাকার জন্য আন্দোলন করছি না, মর্যাদার জন্য আন্দোলন করছি।’

অবস্থান কর্মসূচিতে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘আমরা অর্থমন্ত্রীর সাথে বৈঠক করেছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের ৩টি দাবি অষ্টম জাতীয় বেতন কাঠামোতে রাখবেন। কিন্তু আমাদের সাথে প্রতরণা করা হয়েছে।’

অবস্থান কর্মসূচিতেয় শিক্ষক সমিতির নেতারা উপস্থিত আছেন।



মন্তব্য চালু নেই