‘শাহাবাগে সাংবাদিক নির্যাতনের ঘটনা দুঃখজনক’

রাজধানীর শাহাবাগে এটিএন নিউজের দুই সাংবাদিককে পুলিশি নির্যাতনের বিষয়কে অপ্রীতিকর মন্তব্য করে এই ধরনের ঘটনা দুঃখজনক বলে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ (আইজিপি) এ কে এম শহীদুল হক।

বুধবার সকালে সাভারের আশুলিয়ায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত “কবিরপুর ফায়ারিং রেঞ্জ” উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

এছাড়া এসময় আইজিপি এ কে এম শহীদুল হক সাংবাদিকদের পুলিশের সহযোগী উল্লেখ করে আরও বলেন, পুলিশ সদস্যদের সাংবাদিকদের সাথে সু-সম্পর্ক বজায় রেখে তাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের সব সময় বলা হয়। তারপরও যদি কোন ত্রুটি-বিচ্যুতি হয় সেগুলো জিরো টলারেনস নিয়ে দেখা হয়। সেই সাথে তাদের বিরুদ্ধে কঠোরভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় বলেও জানান আইজিপি।

ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমানের সভাপত্বিতে ফায়ারিং রেঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই