শাহবাগে বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল পথচারীর

রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল অজ্ঞাতপরিচয় (৪০) এক পথচারীর। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন আমেনা বেগম (৪০) নামে আরও এক পথচারীসহ একটি বাসের চালক ও হেলপার।

হতাহতদের উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে বেলাল ও ঢাকা পরিবহনের দুটি বাস পাল্লাপাল্লি করতে গিয়ে একটি বাস ফুটপাতে উঠে পড়ে। এ সময় দু’জন পথচারী গুরুতরভাবে আহত হন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় বেলাল পরিবহনের চালক নওয়াব আলী (৪৭) ও হেলপার জয়নুল ইসলাম (৪০) আহত হন।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহবাগ থানায় ঘটনাটি জানানো হয়েছে।



মন্তব্য চালু নেই