শাহবাগে জাগৃতি প্রকাশনীর দীপনকে কুপিয়ে হত্যা

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যায় মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর দোকানের ভেতরে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা দীপনকে হত্যার পর দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে তালা ভেঙে লাশ উদ্ধার করে। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়েছে পুলিশ।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক দীপনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট লেখক আবুল কাশেম ফজলুল হকের ছেলে ফয়সাল আরেফিন দীপন।



মন্তব্য চালু নেই