শাহজালাল বিমানবন্দরে সোনাসহ ছয়জন আটক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ৩০০ গ্রাম সোনার বারসহ ছয়জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল থেকে সোনাসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এপিবিএনের এএসপি আসমা আরা জাহান। উদ্ধারকৃত সোনার দাম প্রায় ৫৩ লাখ টাকা বলে তিনি জানান।
আটকৃতরা হলেন, শাহিদুল ইসলাম, হায়দার, নাসিম খান, শাহ আলম, ইসহাক মিয়া ও দীপন। তাদের মানিব্যাগ ও বুক পকেট থেকে এসব সোনা উদ্ধার করা হয়েছে। জানা গেছে, কুয়ালালামপুর থেকে তিনটি বিমানে করে ওই ছয়জন পৃথকভাবে শাহজালাল বিমানবন্দরে আসেন। বিমান তিনটি হচ্ছে- এমএস-১৯৬, টিআর-২৬৫৬ ও এসকিউ-৪৪৬।
আসমা আরা জাহান জানান, আটক ব্যক্তিরা দ্বিতীয় টার্মিনালে আসার পর তাদের তল্লাশি করে এসব সোনা উদ্ধার করা হয়।
মন্তব্য চালু নেই