শাহজালালে ১৪ কেজি স্বর্ণ জব্দ
হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের একটি কার্গো ফ্লাইটে গার্মেন্টস পণ্য ঘোষণা দিয়ে আসা একটি চালানের ভেতর থেকে প্রায় ১৪ কেজি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজ।
মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে অবতরণ করা সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইট থেকে এসব জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের মধ্যে রয়েছে- এক কেজি ওজনের ১৩টি এবং ১০০ গ্রাম ওজনের ৫টি বার। এছাড়া রয়েছে ১৮৩টি স্বর্ণের চেইন।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) আহসানুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে।
কাস্টমস অ্যাক্ট অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ ১২টি স্বর্ণের চেইন এবং ১০০ গ্রামের একটি বার শুল্কমুক্তভাবে আনতে পারবে। এর চেয়ে বেশি আনলে আমদানি অনুমতিপত্র লাগে।
এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কাস্টমস হাউজ।
মন্তব্য চালু নেই