শারাপোভার নাটকীয় জয়
আলেকজান্ডারা প্যানোভার বিপক্ষে হারতে হারতে নাটকীয় জয় পেয়েছেন দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভা। বুধবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ৬-১, ৪-৬ ও ৭-৫ গেমে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন রুশ সুন্দরী।
দুই রুশ স্বর্নকেশীর লড়াইয়ে শারাপোভার বিপক্ষে প্রথম সেটে তেমন প্রতিরোধ গড়তে পারেনি বিশ্বের ১৫০ নম্বর তারকা প্যানোভা। তবে খেলার দ্বিতীয় সেটে স্বদেশী অগ্রজকে ৪-৬ গেমে উড়িয়ে দেন ২৫ বছর বয়সী তারকা। তৃতীয় সেটে তো অঘটন ঘটানোরই লক্ষণ দেখাতে থাকেন প্যানোভা।
এক পর্যায়ে শারাপোভাকে তো ১-৪ ব্যবধানে পেছনেও ফেলেছিলেন ক্রান্সনোডারের র্যাকেটম্যান। তবে শেষ পর্যন্ত দুটি ম্যাচ পয়েন্টই বাঁচিয়ে দেয় শারাপোভাকে। ফলে ৭-৫ ব্যবধানে সেট জিতে ম্যাচ নিজের করে নেন সুগারপোভা। যা তাকে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড অর্থাৎ, রাউন্ড অব থার্টি টু-তে উড়িয়ে দেয়।
এদিন ১৫২ মিনিটে ম্যাচ জেতার পর শারাপোভা বলেন, ‘আমি পরের রাউন্ড নিশ্চিত করতে পেরেই খুশি। অবশ্য আজকে আমি আমার সেরা টেনিস উপহার দিতে পারিনি। কিন্তু যখন আপনি নিজেরে সেরাটা বের করতে পারবেন না, তখন মহারণে জয়ে হওয়াটাই মুখ্য। সেজন্য প্যানোভার বিপক্ষে ম্যাচ জিতে স্বস্তি বোধ করছি আমি।’
মন্তব্য চালু নেই