শামীম ওসমানের এলাকায় নেই আইভীর এজেন্ট!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা সংসদ সদস্য শামীম ওসমানের এলাকা হিসেবে পরিচিত। অথচ এ থানার ২ নম্বর ওয়ার্ডের কয়েকটি কেন্দ্রে নেই আওয়ামী লীগ তথা আইভীর কোনও এজেন্ট।

২ নম্বর ওয়ার্ডের মিজিমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ে রয়েছে ৬টি কেন্দ্র। ৬ কেন্দ্রে ২২টি বুথের মধ্যে ৯টিতে আওয়ামী লীগের এজেন্টকে পাওয়া যায়নি। দুটিতে এজেন্ট পাওয়া যায়। তবে সকাল সাড়ে ১০টার দিকে মো. হেলাল নামের একজন এজেন্ট কেন্দ্র থেকে বের হয়ে আর ফেরত আসেননি।

এ বিষয়ে জানতে চাইলে ৩ নম্বর কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার ইকবাল হোসেন বলেন, সকালে এজেন্টদের নাম দেওয়া হয়নি আমাদের। একই কথা বলেন ৪ নম্বর কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার আসাদুল্লাহও।

আর সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসীন আলী শেখ বলেন, ‘আইভী তো আমাদের এজেন্ট দেওয়ার কথা বলেনি। তিনি আওয়ামী লীগের বাইরের লোকজনকে এজেন্ট হওয়ার দায়িত্ব দিয়েছেন। এ বিষয়ে আমাদের কী বলার আছে।’



মন্তব্য চালু নেই