শামার কবর পাহারায় পুলিশ
আসামিরা ডা. শামারুখ মাহজাবীনের মৃতদেহ কবর থেকে তুলে নিয়ে গায়েব করে দিতে পারে- এই আশঙ্কায় পুলিশি পাহারা বসানো হয়েছে। যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিধান কুমার বিশ্বাস শামার কবরে পুলিশি পাহারা বসানোর সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার সন্ধ্যায় শামারুখের বাবা প্রকৌশলী নূরুল ইসলাম কবর থেকে শামার মৃতদেহ যাতে চুরি না হতে পারে সে জন্য যশোর শহরের কারবালা কবরস্থানের আহ্বায়ক এবং পীর নূর বোরহান শাহ হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বরাবর একটি আবেদন করেন।
পুলিশকেও বিষয়টি দেখার জন্য তিনি আবেদন করেছিলেন। আবেদনে তিনি বলেছিলেন, তার আশঙ্কা ডা. শামারুখ হত্যা মামলার আসামিরা আলামত নষ্ট করার জন্য মৃতদেহ কবর থেকে তুলে নিয়ে অন্যত্র সরিয়ে ফেলতে পারেন। তাই কবরে লাশ হেফাজতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ি থেকে হলি ফ্যামিলি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক শামারুখের লাশ উদ্ধার করা হয়। এ বাসায় শামা, তার শ্বশুর প্রাক্তন সাংসদ টিপু সুলতান, শাশুড়ি ও স্বামী হুমায়ুন সুলতান সাদাব বাস করতেন।
মন্তব্য চালু নেই