শামসুজ্জামানের ছেলে হত্যায় আরেক ছেলের যাবজ্জীবন

চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে কবির হত্যায় আরেক ছেলে এটিএম খলিকুজ্জামান কুশলের যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে ট্রাইব্যুনাল।

ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন রবিবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

রায়ে জরিমানার টাকা না দিলে তার আরও ১ বছর কারাদন্ডের নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল।

গত ২১ আগস্ট মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ঠিক করেন ট্রাইব্যুনাল।

রায় ঘোষণাকালে আসামি খলিকুজ্জামান কুশলকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই সময় এটিএম শামসুজ্জামানের স্ত্রী রহিমাতুজ রুনী এবং তার এক মেয়ে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

ওই ট্রাইব্যুনালে স্পেশাল পিপি আবু আব্দুল্লাহ ভূইয়া জানান, মামলাটির বিচারকালে ট্রাইব্যুনাল এটিএম শামসুজ্জামানসহ ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

২০১২ সালের ১৩ মার্চ এ টি এম শামসুজ্জামানের ঢাকার সূত্রাপুরের দেবেন্দ্র নাথ ঘোষ লেনের বাসায় ছেলে কুশলের হতে খুন হন ছেলে কবির। ওইদিনই গ্রেপ্তার হন কুশল। হত্যাকা-ের পর এটিএম শামসুজ্জামান নিজেই বাদী হয়ে কুশলের বিরুদ্ধে এই মামলা করেন। ঘটনার পর কুশল হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেন।

ওই বছর ২৫ জুন কুশলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মুনিরুল ইসলাম। ২০১৩ সালের ৩১ অক্টোবর কুশলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।



মন্তব্য চালু নেই