শাবনুরের বাবা হত্যায় যুবক গ্রেপ্তার
অভিনেত্রী শাবনুরের বাবা কাজী নাসিরকে গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার ঘটনায় দায়ের করা মামলায় নজরুল ইসলাম তুরন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তুরন দক্ষিণ সুরমার সিলাম টিকরপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে তাকে মোগলাবাজার থানার ত্রিমুখী থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
মোগলাবাজার থানার এসআই আজহার জানান, গাড়ি পুড়ানোর ঘটনায় তুরন একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৮ ডিসেম্বর দক্ষিণ সুরমার চণ্ডিপুলে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় চিত্রনায়িকা শাবনুরের বাবা দগ্ধ হয়ে মারা যান। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
মন্তব্য চালু নেই