শাকিব-অপুর নয়া রেকর্ড

ঢাকাই চলচ্চিত্রের বিগত পাঁচ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি হল বুকিংয়ের রেকর্ড ছিল শাকিব খান অভিনীত হিরো দ্য সুপারস্টার সিনেমার। ১১৯ টি হলে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এবার সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল শাকিব-অপুর সিনেমা লাভ ম্যারেজ

জানা গেছে ১২১ টি হলে মুক্তি পেতে যাচ্ছে এ সিনেমাটি। এর প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রোডাকশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে সিনেমাটি নিয়ে এক সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘এর আগে আমারই প্রযোজনায় হিরো দ্য সুপারস্টার ১১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো। বাংলা চলচ্চিত্রের বিগত পাঁচ বছরে এত সংখ্যক প্রেক্ষাগৃহে কোনো সিনেমা মুক্তি পায়নি। এবার লাভ ম্যারেজ সিনেমাটি ১২১ হলে মুক্তি পাচ্ছে। সেই বিচারে এটি নতুন একটি রেকর্ড সৃষ্টি করল।’

অন্যদিকে সিনেমার নায়িকা অপু বিশ্বাস বলেন, ‘প্রথমত বলতে চাই ম্যারেজ মানে বিয়ে। ঈদে শাকিব-অপুর বিয়ে হচ্ছে চলচ্চিত্রের পর্দায়। দর্শকদের উদ্দেশ্যে একটি বিষয় বলতে চাই সিনেমাটি মুক্তি পাওয়ার পরে প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের দেখা উচিত। এতটুকু বলতে পারি সিনেমাটি দেখলে দর্শকদের ভালো লাগবে।’

তাপশী ঠাকুর প্রযোজিত এ সিনেমাটির শুটিং শুরু হয়েছে এ বছরের ১০ মার্চ থেকে। শাকিব খান, অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চুসহ আরো অনেকে।

এ সিনেমায় শাকিবকে পুরান ঢাকার একজন ছেলে হিসেবে দেখা যাবে। সে বাপ-দাদার ঐতিহ্য ধরে রেখে সাদা শার্ট, লুঙ্গি পরে চলাফেরা করে। কথা বলে ঢাকাই ভাষায়। শাকিব কিছুতেই তার পুরান ঢাকার সাজপোশাক বদলাতে চায় না। এটা নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের টক-মিষ্টি-ঝাল লড়াই দেখা যাবে এই চলচ্চিত্রে।

এবারের ঈদে ঢাকাই চলচ্চিত্রে মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা। সিনেমাগুলো হলো শাকিব খান ও অপু বিশ্বাসের লাভ ম্যারেজ, ইমন ও বিদ্যা সিনহা মিমের পদ্ম পাতার জল এবং মাহিয়া মাহির অগ্নি ২। এর মধ্যে বাংলাদেশের ইফতেখার চৌধুরী এবং ভারতের হিমাংশু পরিচালিত অগ্নি টু ১০০ টি হলে মুক্তি পাচ্ছে। অন্যদিকে পদ্ম পাতার জল সিনেমার হল সংখ্যা এখনো নির্ধারণ হয়নি।



মন্তব্য চালু নেই