শাকদাহ-বাকুড়ার কেএমআইএস মডেল কলেজ এইচএসসি পরীক্ষায় ধারাবাহিকতার শীর্ষে
কলারোয়া ও যশোরের ঝিকরগাছা উপজেলার প্রান্ত সীমানায় অবস্থিত শাকদাহ-বাকুড়ার কেএমআইএস মডেল কলেজে এবার এইচএসসি পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছে। এবারের এইচএসসি পরীক্ষায় কলেজ থেকে ৭৬% পাশ করেছে। ‘এ’ গ্রেড পেয়েছে সাধারণ শাখায় ২১জন ও বিএম শাখায় জিপিএ৫(‘এ+’) পেয়েছে ১২জন পরীক্ষার্থী। কলেজটির অধ্যক্ষ খাঁন মো. সাব্বিরুল ইসলাম সাগর জানিয়েছেন, প্রত্যন্ত গ্রামের এ কলেজটির সাফল্যের পিছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি।
কলারোয়া ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন গ্রামের শিক্ষার্থীরা এ কলেজে পড়াশুনা করে। কলেজটি ঝিকরগাছা উপজেলার সীমানায় হলেও এর ভবনের কিছু অংশ কলারোয়া উপজেলার সীমানার মধ্যেও পড়েছে। কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহের গাঁ ঘেষে কলেজটির অবস্থান।
খাঁন রেজাউল ইসলাম এন্ড সন্স ট্রাস্ট কর্তৃক পরিচালিত এ কলেজটির সার্বিক অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেছেন অধ্যক্ষসহ কলেজের শিক্ষকমন্ডলি।
মন্তব্য চালু নেই