শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, রাত পোহালেই ঈদ
শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার ২৯ দিনেই শেষ হলো মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান।
সভায় ধর্মমন্ত্রী জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৫ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ২৯ জুলাই মঙ্গলবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর পালিত হবে।
সভায় ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নস’র গভর্নর শেখ মো. আব্দুল্লাহ, মিছবাহুর রহমান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিনসহ তথ্য মন্ত্রণালয়, স্পারসো, ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই