শফিক রেহমানের বাসায় তল্লাশি, নথিপত্র জব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যা পরিকল্পনার মামলায় রিমান্ডে থাকা সিনিয়র সাংবাদিক শফিক রেহমানের বাসায় তল্লাশি চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির তল্লাশির সময় শফিক রেহমান সঙ্গে ছিলেন। এ সময় বাসায় তার দেখানো বিভিন্ন স্থান থেকে বেশকিছু নথিপত্র জব্দ করে ডিবি।

মঙ্গলবার দুপুরে ডিবির (দক্ষিণ) উপ কমিশনার মাশরুকুর রহমান খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মাশরুকুর রহমান বলেন, ‘মঙ্গলবার দুপুর ১২ টায় শফিক রেহমানকে সঙ্গে নিয়ে তার ইস্কাটনের বাসায় যায় ডিবি দক্ষিণের কয়েকজন সদস্য। শফিক রেহমানের দেওয়া তথ্য অনুযায়ী দুই ঘণ্টা ওই বাসায় তল্লাশি চালানো হয়। যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের বাসার ঠিকানা, গাড়ির নম্বর, গাড়ির কালার সংক্রান্ত কিছু নথিপত্র পাওয়া গেছে। তদন্তের স্বার্থে সেগুলো জব্দ করা হয়েছে।’

এর আগে জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পর হত্যার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় ১৬ এপ্রিল সকালে শফিক রেহমানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের কাছে প্রার্থনা করে পুলিশ। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ তার তৃতীয় দিনের রিমান্ড চলছে।



মন্তব্য চালু নেই