শপথ নিলেন ‍দুই বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়া দুই বিচারপতি শপথ নিয়েছেন।

নবনিযুক্ত দুই বিচারপতি হলেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

বুধবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিরুল ইসলাম।

এর আগে সোমবার আইন মন্ত্রণালয় থেকে তাদের দু’জনের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই অতিরিক্ত বিচারপতিকে একই বিভাগের স্থায়ী বিচারপতি নিয়োগ করেছেন।

২০১৩ সালের ৩১ জুলাই ওই দু’জনকে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিলো আইন মন্ত্রণালয়। তাদের মধ্যে বিচারপতি মো. শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য।



মন্তব্য চালু নেই