শতভাগ সংসদ সদস্য ন্যায় বিচার পরিপন্থী আইন করলেও তা বেআইনি ঘোষণা করা হবে
ন্যায় বিচারে বাধা সৃষ্টি করে এমন আইন যদি শতভাগ সংসদ সদস্য মিলেও পাশ করেন তবুও তা বেআইনি ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এছাড়া সংবিধানকে সমুন্নত রাখতে সুপ্রিমকোর্ট পিছপা হবে না বলেও তিনি মন্তব্য করেছেন।
রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
তিনি বলেন, শুধু অর্থনৈতিক সমৃদ্ধি এলেই একটি দেশ আত্মমর্যাদাশীল হয় না, এর সঙ্গে প্রয়োজন আইনের শাসন। আইনের শাসন পালন করতে হলে প্রত্যেককে যার যার অবস্থান থেকে এবং সরকারকে আইনের শাসন মেনে চলতে হবে।
প্রধান বিচারপতি বলেন, উন্নত দেশের আইন প্রণেতাদের আইন জানা থাকে, প্রেক্ষাপটও জানা থাকে।
যে যত ক্ষমতাধরই হোক না কেন তার আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
মন্তব্য চালু নেই