শচিন-কন্যা এবার রুপালী পর্দায় !
তার বাবা ২২ গজের ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে যা যা করা সম্ভব তার প্রায় সবটাই করে গেছেন। এবার কন্যাও হাঁটতে যাচ্ছেন ‘বড় তারকা’ হওয়ার পথে। তবে, ক্ষেত্রটা ভিন্ন!
বলা হচ্ছে শচিন টেন্ডুলকার ও তার কন্যা সারা টেন্ডুলকারের কথা। ভারতীয় গণমাধ্যম গুলো জানিয়েছে, সিনেমায় নামতে যাচ্ছেন সারা। আর কলকাতা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা আজকাল জানিয়েছে, তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড তারকা শহীদ কাপুর।
পত্রিকাটি আরও জানিয়েছে, ছোটবেলা থেকে সারা যেখানে গেছেন, আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছেন৷ বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই আকর্ষণ আরও বেড়েছে৷ বাবা শচীন আর মা অঞ্জলির সঙ্গে যখনই কোনও অনুষ্ঠানে গেছে, সবাই মুগ্ধ হয়েছে সারার সৌন্দর্যে৷
মন্তব্য চালু নেই