শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো সারাদেশ, উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার দূরে
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো সারাদেশ। সোমবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে ঢাকাসহ সারাদেশেই এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এখানো এর মাত্রা জানাতে পারেনি আবহাওয়া অধিদপ্তর।
ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ঘুমন্ত মানুষ। রাজধানীবাসীর বেশিরভাগই বাসার ছাদে কিংবা রাস্তায় নেমে যায় আতঙ্কগ্রস্ত হয়ে।
ইউ এস জি এস এর তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার দূরত্বে। ভারতের মনিপুর রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ৩৩ কিলোমিটার দূরে পাহাড়ী এলাকায়। শক্তিশালী এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে।
মন্তব্য চালু নেই