বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে
ল্যাপটপ মেলা ১৫ মে
‘সবার জন্য ল্যাপটপ’ এ স্লোগান নিয়ে ১৫-১৭ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ল্যাপটপ মেলা অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
এক্সপো মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, মেলায় ৩৮টি স্টল ও ১৫টি প্যাভিলিয়ন থাকবে। মূলত তরুণ প্রজন্মের পছন্দের কথা মাথায় রেখে মেলায় থাকবে বিশেষ আয়োজন। দেশের বাজারে এখন পর্যন্ত আসেনি এমন অনেক পণ্য মেলায় দেখা যাবে। মেলায় কম্পিউটার গেম প্রতিযোগিতাও থাকবে।
মেলা আয়োজকদের প্রত্যাশা, অংশ নেয়া প্রতিটি প্রতিষ্ঠানই বিশেষ ছাড়ে ল্যাপটপ বিক্রি করবে। সঙ্গে থাকবে উপহার। দর্শনার্থীরা সাম্প্রতিক প্রযুক্তির ল্যাপটপ, নেটবুক কম্পিউটার যাচাই-বাছাই করে দেখতে ও কিনতে পারবেন।





















মন্তব্য চালু নেই