লৌহজংয়ে শিশু অপহরণকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ

নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিপ্লব নামের এক অপহরণকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে জনতা। সোমবার বেলা ১১ টায় জেলার লৌহজং উপজেলার হলদিয়া বাজারে এ ঘটনা ঘটে। আটক বিপ্লব পঞ্চগড় সদর উপজেলার রোদ্রপাড়া গ্রামের মো. সাত্তার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপ্লব (২৮) নামের অপহরণকারী একটি শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জনতা তাকে গণধোলাই দিয়ে হলদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকে রাখে। পরে তাকে পুলিশের হাতে সোর্পদ করা হয়।

এব্যাপারে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, শিশু অপহরণকারী সন্দেহে বিপ্লবকে জনতা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে। বিপ্লব আসলেই অপহরণকারী কিনা তদন্তের পরে বলে যাবে।



মন্তব্য চালু নেই