লুঙ্গি শুকাতে দেয়াই কাল হলো সহকর্মীর

লুঙ্গি শুকাতে দেয়াকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীর একটি মেসে আবুল কালাম (৩২) নামের এক সহকর্মীকে দা দিয়ে কোপালেন সাঈদ নামের অপর এক সহকর্মী। পরে মেসে থাকা অন্যরা তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আবুল কালাম জানায়, তিনি নাসা গ্রুপের প্যাটার্ন মাস্টার। তার অফিস মহাখালীর রিংরোডে। তার বাবার নাম ওমর আলী। গ্রামের বাড়ি কচুয়া চাঁদপুর। বর্তমানে তিনি মহাখালী দক্ষিণ হাজী সাহেবের বাড়ির চার তলায় মেসে থাকেন।
তিনি আরও জানান, সকালে গোসল করে লুঙ্গি তারে শুকাতে দিলে সাঈদ লুঙ্গিটি সরিয়ে নিজের কাপড় শুকাতে দিলে তাদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। এক পর্যায় সাঈদ রান্না ঘর থেকে দা এনে তার গলায় কোপ দেয়।



মন্তব্য চালু নেই