লুঙ্গি পরেই রাস্তায় মায়া
গত ২৩ ডিসেম্বর দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছিলেন, কার কত হেডম আছে তা দেখতে তিনি ৫ জানুয়ারি লুঙ্গি পরে রাস্তায় দাঁড়াবেন।
কথা রেখেছেন মহানগর আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী। সোমবার তিনি লুঙ্গি পরেই রাস্তায় নেমেছেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাকে সাদা লুঙ্গি পরা অবস্থায়ই বসে থাকতে দেখা গেছে।
মন্ত্রীকে লুঙ্গি পরে থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আজকে উৎসব করব বলে লুঙ্গি পরে এসেছি।’
২৩ ডিসেম্বর বিএনপির প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছিলেন, ‘কার কতো হেডম আছে ৫ তারিখ দেখবো। ৫ তারিখ আমি নিজেই লুঙ্গি পরে রাস্তায় দাঁড়ামু। আমিও দেখতে চাই কার কতটা ‘হেডম’ আছে, ইনশাল্লাহ।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে মায়া বলেন, ‘কী বলেন ভাইয়েরা, ৫ তারিখ কি রাস্তায় থাকবেন না? ৫ তারিখ কিন্তু অনেক দেরি। আজকে থেকেই রাস্তায় নেমে যান। যেখানে দেখবেন দুষ্কৃতিকারীরা, বোমাবাজরা বোমাবাজি করছে, সেখানেই ধইরা এমন মিষ্টি খাওয়াইয়া দিবেন, জীবনে আর যাতে কোনো দিন মিষ্টি খাইতে না চায়।’
তিনি বলেন, ‘নগরীর ২০০ স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিচ্ছে। তবে তা সভা সমাবেশের জন্য নয়, বিএনপি-জামায়াত যাতে সাধারণ মানুষের জান মালের কোনো ক্ষতি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতেই আমাদের এই ব্যবস্থা। গুলিস্তানে আমরা দপ্তরের কাজ কর্মের জন্য এসেছি, কোনো সভা সমাবেশ করতে নয়।’
মন্তব্য চালু নেই