লিবিয়ার বন্দিশিবির থেকে ফিরলেন ৪৬ বাংলাদেশি
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার মিসরাতার একটি বন্দিশিবির থেকে ৪৬ বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। খবর লিবিয়া হেরাল্ডের।
২০১৪ সালের পর মিসরাতায় চালানো এটিই প্রথম অভিযান। লিবিয়ার বাংলাদেশি দূতাবাস এবং একই শহরের ক্রারিম বন্দিশিবিরের সহায়তায় অভিযান পরিচালিত হয়।
আইওএম জানিয়েছে, লিবিয়া ছাড়ার আগে প্রত্যেককে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। প্রত্যেককে প্রয়োজনীয় পোশাকও দেয়া হয়।
লিবিয়া হেরাল্ডের খবরে বলা হয়, দেশে ফেরা এই ৪৬ বাংলাদেশির প্রত্যেকে আইওএমের পুনর্বাসন কর্মসূচির সুবিধা পাবেন। এর আওতায় তারা দেশে ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় সহযোগিতা, শিক্ষা এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবেন।
২০১৬ সালে ২ হাজার ৭৭৭ বন্দীকে দেশে ফিরতে সহযোগিতা করেছিল আইওএম। এদের মধ্যে ৫২২ জন পুনর্বাসন কর্মসূচির সুবিধা পাচ্ছেন।
মন্তব্য চালু নেই