লিপ ইয়ারের দুর্ভাগা: আজকে জন্মালো কতো?

সারা বিশ্বের লিপ ইয়ারে ফেব্রুয়ারি ২৯ তারিখে জন্ম প্রতি ১ হাজার ৫০০ শিশুর মধ্যে একটি। অর্থাৎ দেড় হাজারে একটি এমন দুর্ভাগা যে তার জন্মদিনটি আসে চার বছর পর পর।

কিন্তু তারা কেন এই দুর্ভাগ্যকে মানবেন? তাদের তো এতে হাত ছিল না! চোখের সামনে সবাই প্রতিবছর ঘটা করে জন্মদিন উদযাপন করে আর তাদের অপেক্ষা করতে হয় চার। আরো কষ্টের কথা হচ্ছে বন্ধু বা আপন জনদের জন্মদিনের উপহার দিতে দিতে পকেট ফাঁকা, কিন্তু তার জন্মদিনটা আর আসে না। চার বছর পর এলেও ইতিমধ্যে অন্যরা চারবার জন্মদিনের উপহার পেয়ে গেছে! কোনোমতেই পোষায় না!!

তবে অনেক দেশই এই লোকদের দুঃখের কথা ভেবেছে। তাদের জন্মদিন হয় ২৮ ফেব্রুয়ারি বা পহেলা মার্চ নির্ধারণ করার একটা বৈধতা দেয়া হয়েছে। যেমন : যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্যে পহেলা মার্চকেই আনুষ্ঠানিকভাবে তাদের জন্মদিন ধরা হয়।

প্রতি বছর এমন অভাগার সংখ্যা কিন্তু বাড়ছে বেশ উল্লেখযোগ্য সংখ্যায়। শুধু যুক্তরাষ্ট্রেই এমন দিনে ১ লাখ ৮৭ হাজার শিশুর জন্ম হয় আর সারা বিশ্বে হিসাব করলে দাঁড়ায় ৪০ লাখ!



মন্তব্য চালু নেই