লিটন হত্যা : জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর
গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেফতার ৬ জামায়াত-শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার বেলা পৌনে ১২টার দিকে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মইনুল হাসান ইউসুব শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
তারা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র কদমতলা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে জামায়াতের অর্থ যোগানদাতা হাজী মো. ফরিদ মিয়া (৭৫), নিচপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সামিউল জামায়াতকর্মী ইসলাম (৩২), খামারপাচগাছী গ্রামের একরামুল হোসেনের ছেলে হাদিসুর রহমান (৩০), উত্তর হাতিবান্দা গ্রামের রোস্তম আলীর ছেলে জিয়াউর রহমান (৩২), রামভদ্র খানাবাড়ী গ্রামের আবদুল করিমের ছেলে শিবীরকর্মী হজরত আলী (৪৪) এবং পূর্ব শিবরাম গ্রামের সাবু খন্দকারের ছেলে নবিনুর খন্দকার (৪৫)।
এরআগে, লিটন হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়ে জিঞ্জাসাবাদের জন্য শনিবার বিকেলে ৬ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু মোহাম্মদ আশরাফুজ্জামন।
এমপি লিটনের আইনজীবী মো. আবদুল হালিম রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মন্তব্য চালু নেই