লিটনের আত্মসমর্পণের রায় স্থগিত চেয়ে আপিল

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আত্মসমর্পণের রায় স্থগিত চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার সকালে রাষ্ট্রপক্ষ আপিল করে। গতকাল অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের আপিল করার বিষয়টি জানিয়েছিলেন।

তিনি জানিয়েছিলেন, আত্মসমর্পণের সুযোগ দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে এ আপিল করা হবে, যেন তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে।

মাহবুবে আলম বলেছিলেন, ‘মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করব। কারণ, এমপি লিটন আত্মসমর্পণের সুযোগ চাওয়ায় তাকে ১৮ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু এ সময়ে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে কি না, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘আমি আদালতে লিটনের জামিন আবেদনের ঘোর বিরোধিতা করেছি। কারণ, এই লিটন কোনো শিশু বা নাবালক নন। তিনি একজন সাংসদ, এ ধরনের একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে শিশুকে গুলি করতে পারেন না।’

এর আগে গতকাল দুপুর সোয়া ১টায় মামলায় শুনানি শুরু হয়। প্রায় পৌনে এক ঘণ্টা শুনানির পুরো সময় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন এজলাস কক্ষে দাঁড়িয়ে ছিলেন।

এর আগে সকালে এমপি লিটনকে শুনানির সময় হাজির করার নির্দেশ দেন হাইকোর্ট। গতকাল হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন এমপি লিটন।

২ অক্টোবর মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে শিশু সৌরভ আহত হয়। ওই ঘটনায় মামলার পর থেকে আত্মগোপন করেন তিনি।



মন্তব্য চালু নেই